Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা একাডেমিক সুপারভিশন ইউনিট
বিস্তারিত

 

উপজেলা একাডেমিক সুপারভিশন ইউনিট

এসইএসডিপি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

পাংশ, রাজবাড়ী

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

 

মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলা শিক্ষা অফিসারেরঅনুমোদন সাপেক্ষে ক্লাস্টার ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি মাসে কমপক্ষে০১দিন ০১টি বিদ্যালয় পরিদর্শণ করে প্রতি মাসে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমেডিডি, ঢাকা অঞ্চল, পি ডি, সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্টপ্রজেক্ট, ঢাকা এবং   পি. এম. কিউ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকাকে মাসিকপ্রতিবেদন প্রেরণ করা।

 

পরিদর্শণ কালে নিম্নোক্ত কাজ সম্পাদন করা হয়।

·        সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায় সংক্রান্তঃ

*  শিক্ষার্থীর মেধা বিকাশে সার্বিক সহয়তার জন্য সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নে শিক্ষকগণকে সার্বিক সহয়তা করা।

·        এস বি এ (বিদ্যালয় ভিত্তিক সহায়তা) বাস্তবায়ন সংক্রান্ত ঃ

  1. বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীর ঝরে পরার হার হ্রাস কার্যে সহয়তা করা।
  2. শিক্ষার্থীর নৈতিক, মানবীক, আত্মিক, শারীরিক ও মানসিক উন্নয়নে, এস বি এ (বিদ্যালয় ভিত্তিক সহায়তা বাস্তবায় সংক্রান্ত ) কাজে শিক্ষকগণকে সহয়তাকরা।

·        পিবিএম (বিদ্যালয় কৃর্ত্তি ভিত্তিক ব্যবস্থাপনা) বাস্তবায়ন সংক্রান্ত

1.       প্রধান শিক্ষকগণের রেজিষ্টার পালনে প্রধানশিক্ষকগণকে সহয়তা করা।

2.      সহকারী শিক্ষকগনের প্রতিদিনের পাঠপরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে সহয়তা করা।

3.      দূর্বল শিক্ষার্থিদের অধিক  সহয়তার জন্য শিক্ষকগণকে সহয়তা করা।

4.       ঝরে পরা শিক্ষার্থিদের বিদ্যালয়মূখী করার জন্য প্রতিষ্টান প্রধানগণকে সহয়তা করা।

5.      বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক সমাবেশ কাজে প্রতিষ্টান প্রধানগণকে সহয়তা করা।

6.      বিদ্যালয় পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্টান প্রধানগণকে সহয়তা করা।

7.      মাধ্যমিক শিক্ষার মানোন্নায়নের মাধ্যমে দেশের দরিদ্র বিমোচনে সার্বিক সহয়তা করা।

8.      প্রশিক্ষণ সংক্রান্ত কাজের বাস্তবায়নে সার্বিক সহয়তা করা।

·        উর্দ্ধোতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত সরকারী কার্যক্রম বাস্তবায়নে সহয়তা করাঃ

label.column.field_projects

* সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট

যোগাযোগ

উপজেলা একাডেমিক সুপারভিশন ইউনিট

এসইএসডিপি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

পাংশা, রাজবাড়ী

ফোন :

Mob no: