১৯৫৩ সালে ‘‘রূপিয়াট ইয়াসিনিয়া দাখিল মাদ্রাসা’’ নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রূপিয়াট গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণ গড়ে তোলেন। এরপর দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ধর্মীয় শিক্ষা পরিচালিথ হয়ে আসছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যু&&দ্ধর পর এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। অত্রঃপর এলাকার গণ্যমান্য ব্যক্তি একত্রিত হয়ে আবার একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। সেই লক্ষ্যে একটি স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু হয়। সরকারী বিধি মোতাবেক ৩৩ শতাংশ জমি এলাকার বিশিষ্ট ব্যক্তি মৃত ইয়াদ আলী মন্ডল শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করতে রাজি হলেন। এই কাজে যে সকল বিদ্যাৎসাহী ব্যক্তিগণ সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে মৃত ইয়ার উদ্দিন বিশ্বাস, মৃত এনাজ আলী সরদার, মৃত গহের মন্ডল, মৃত আফাজউদ্দিন মন্ডল, মৃত ফজল মন্ডল, তৎকালীন সরিষা ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান বাবন উদ্দিন বিশ্বাস, মৃত হাজী পবন মন্ডল এবং তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন এবং বিশেষ অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় সমূহ জাতীয়করণ করলে এই প্রাথমিক বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘‘রূপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়’’
শ্রেণির নাম | মোট শিক্ষার্থী | বালক | বালিকা | মন্তব্য |
শিশু | ৪৩ | ১৭ | ২৬ |
|
প্রথম | ৫২ | ২৫ | ২৭ |
|
দ্বিতীয় | ৫৭ | ২৬ | ৩১ |
|
তৃতীয় | ৫৪ | ২৯ | ২৫ |
|
চতুর্থ | ৩৭ | ২১ | ১৬ |
|
পঞ্চম | ২৮ | ০৯ | ১৯ |
|
মোট= | ২৭১ | ১২৭ | ১৪৪ |
|
ক্রমিক নং | পরিচলনা কমিটির সদস্যদের নাম | পদবী | ক্যাটাগরী |
০১ | মোঃ আবুল হোসেন | সভাপতি | জমিদাতা |
০২ | মোঃ আঃ খালেক | সদস্য | বিদ্যোৎসাহী |
০৩ | রোজিনা বেগম | সদস্য | বিদ্যোৎসাহী |
০৪ | শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস | সদস্য | মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি |
০৫ | দিপ্তী অধিকারী | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
০৬ | মনোয়ারা বেগম | সদস্য | মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক |
০৭ | মোঃ ইমান আলী | সদস্য | অভিভাবক প্রতিনিধি |
০৮ | মোঃ আঃ মজিদ | সদস্য | অভিভাবক প্রতিনিধি |
০৯ | মাশিদা খাতুন | সদস্য | অভিভাবক প্রতিনিধি |
১০ | শাবানা খাতুন | সদস্য | অভিভাবক প্রতিনিধি |
১১ | নূরজাহান পারভীন | সদস্য সচিব | সংশ্লিষ্ট বিদ্যাঃ প্রধান শিক্ষক |
সাল | ৫ম শ্রেণীতে ভর্তি | ডিআর ভূক্ত | পরীক্ষায় অংশগ্রহণ | পরীক্ষায় অনুপস্থিত | পাশের হার | বৃত্তি প্রাপ্ত |
২০১১ | ১৮ | ১৮ | ১৮ | - | ১০০% |
|
২০১০ | ১৪ | ১৪ | ১৪ | - | ৪৩% |
|
২০০৯ | ২১ | ২১ | ২১ | - | ১০০% |
|
২০০৮ | ১৫ | ১৫ | ১৫ | - | ৮০% |
|
২০০৭ | ১৯ | ১৯ | ১৯ |
| ৯৫% |
|
৫০% দারিদ্র শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পায়।
@২০১১ সালে শ্রেষ্ট শিক্ষক হিসাবে অত্র বিদ্যালযের সহকারী শিক্ষক মাহফুজা খাতুন উপজেলা পর্যায়ে নির্বাচিত। @২০১২ সালে প্রধান শিক্ষক নূরজাহান পারভীন Music Opparation নামক ২দিনের কর্মশালায় শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অংশগ্রহণ। @অত্র বিদ্যালয়ের ছাত্রী ঋতী চক্রবর্তী ২০১২ সনে সাংস্কৃতিক প্রতিযোগিতাং রবীন্দ্র সংগীত ও দেশাত্নরোধক গানে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ ও ২য় স্থান অধিকার। @২০১২ সনে ছাত্রী বিউটি খাতুন স্কিপিং খেলায় উপজেলা পর্যায়ে অংশগ্রহন ও ২য় স্থান অধিকার। @২০১২ সালে আন্তুস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় রাবেয়া খাতুন ১০০ মিটার দৌড়ে ইউনিয়ন পর্যায়ে ২য় স্থান অধিকার করে।
|
$বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবিসহ শ্রেনিকক্ষের নামকরণ।
$শ্রেণিকক্ষের দেয়ালে জাতীয় ফুল, পাখি, ফল, শহীদ মিনার, স্মৃতি সৌধ, বঙ্গবন্ধ, বীরশ্রেষ্টগণ ও অন্যান্য মনীষীগণের ছবি অংকন।
$বিভিন্ন প্রকার আনন্দদায়ক খেলার উপকরণ তৈরী ও সরবরাহ ।
$অফিস ও শ্রেণিকক্ষের দেয়ালে মনীষীবৃন্দের বানী লেখা
সর্বপরি লেখাপাড়া মানোন্নয়ন সহ একটি সবাঙ্গীন সুন্দর প্রতিষ্ঠান হিসাবে বিদ্যালয়টি গড়ে তোলা।
উপজেলা শিক্ষা অফিস থেকে ৮ কিলোমিটার দক্ষিণে মৌরাট ইউনিয়নে রূপিয়াট গ্রামে, পাকা রাস্তা সংলগ্ন বিদ্যালয়টি অবস্থিত।
ক্রমিক নং | মেধাবী ছাত্র/ছাত্রীর নাম | শ্রেণী | রোল নং | মন্তব্য |
০১ | পলাশ | তৃতীয় | ১ |
|
০২ | মোহসিনা তাসনিম | তৃতীয় | ২ |
|
০৩ | আশিক সর্দার | তৃতীয় | ৪ |
|
০৪ | মিঠু খান | তৃতীয় | ৫ |
|
০৫ | মিরাজ হোসেন | তৃতীয় | ৮ |
|
০৬ | ঋতী চক্রবর্তী | চতুর্থ | ১ |
|
০৭ | তানজিনা সুলতানা | চতুর্থ | ২ |
|
০৮ | মনিরা খাতুন | চতুর্থ | ৩ |
|
০৯ | সোহানুর রহমান | চতুর্থ | ৩১ |
|
১০ | রিমি আক্তার | চতুর্থ | ৪ |
|
১১ | মো: ওসমান গণি | চতুর্থ | ১ |
|
১২ | সানজিদা খাতুন | পঞ্চম | ২ |
|
১৩ | তাইয়্যেবা জান্নাত | পঞ্চম | ৩ |
|
১৪ | সাদিয়া সুলতানা | পঞ্চম | ৪ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস