নদীমাতৃক বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় পাংশা উপজেলা নদী বিধৌত।মুলত পদ্মা নদী এবং এর শাখা নদীসমূহ পাংশাকে জালের ন্যায় জড়িয়ে রয়েছে।পদ্মা নদী উপজেলার উত্তর–পূর্বাংশে বাহাদুরপুর এবং হাবাসপুর ইউনিয়নের পার্শ্ব দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মা নদীহতে উদ্ভূত শাখা নদী চন্দনা হাবাসপুর ইউনিয়ন ও পাংশাপৌরসভার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে প্রবেশ করেছে।পদ্মা হতে আর একটি শাখা নদী গড়াই এর উৎপত্তি হয়েছে এবং তা উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে সমগ্র কসবামাঝাইল ইউনিয়নকে বিধৌত করেছে।অপরদিকে সিরাজপুর হাওড় নামক একটি শাখা নদী উপজেলার কসবামাঝাইল ,কলিমহর,সরিষা ও পাট্রার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে।সিরাজপুর হাওড় হতে একটি উপনদী চিত্রানদী নামে সরিষা, পাট্রা ও মৌরাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।পাংশার জনজীজনে এই নদীসমুহের প্রভাব অপরিসীম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS