প্রাচীনকাল থেকেই পাংশা উপজেলার জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতি বছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বর্তমানে জনপ্রিয় খেলার মাঝে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাধুলার চর্চ্চায় পাংশা পিছিয়ে নেই। ফুটবল ও ক্রিকেট ছাড়াও ভলিবল, সাঁতার, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা প্রভৃতি খেলা নিয়মিত অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। তন্মধ্যে পাংশা কলেজ, জর্জ হাইস্কুল, হাবাসপুর, মাছপাড়া, কালুখালী, নারুয়া, মৃগী এবং কসবামাজাইলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ উল্লেখযোগ্য এবং এসকল মাঠে নিয়মিত খেলাধুলা অনুশীলন হয়ে থাকে।
মানব সংস্কৃতির ধারায় উৎসব ও বিনোদন অংঙ্গীভাবে জড়িত। মানুষ নানাবিধ সামাজিক উৎসব ও আচার অনুষ্ঠানের মাঝে বিনোদনের সন্ধান করে থাকে। সেই ধারাবাহিকতায় পাংশায় গ্রাম্য মেলা, সার্কাস, সাপের খেলা, নাগর দোলা, পুতুল নাচ, পালা গান, লাঠি খেলা, নৌকা বাইচ, পুনাহ, নববর্ষ, হাল-খাতা, মহররম, দূর্গা পূজা, বুদ্ধপূর্ণিমা, বিবাহ, খাৎনা, ঈদ উৎসব এসব জাঁক জমকের সাথে পালনের মাধ্যমে পাংশাবাসী তাদের বিনোদন চাহিদা পূরন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS